Sunday, July 1, 2012

লেখা না লেখা



অনেক সময় যখন ভাল কোন বই, বা আর্টিকেল পড়ি, তখন মনে হয়…যদি আমিও পারতাম লিখতে, শব্দ নিয়ে খেলা করতে। অনেক আগে, কলেজ জীবনে কিছু লেখার চেষ্টা করেছিলাম। কি হয়েছিল বা কি হয়নি তা বোঝার আগেই লেখা-লেখি বন্ধ হয়ে গেছে। পড়াশোনা, চাকরি, জীবন-জীবিকা ও নানা রকম যুদ্ধ। এতো রকমের টিকে থাকার সংগ্রামে শখের অস্তিত্ব কোথায়! যেখানে শখ বেড়ে ওঠে অবসরে…সেই অবসরইতো ছিলনা কখনো!
যাইহোক, এটা আমার প্রথম ব্লগ…অনেক আগে খোলা, কিন্তু লেখা হয়না কিছু নিয়মিত। আজ অনেকদিন পর লিখছি। আশা করছি এখানে লিখবো, নিয়মিত কিনা জানিনা…কিন্তু লিখবো, এবং বেশী বেশী বাংলায় লিখবো। নিজের ভাষা...চর্চা কোথায়! 
নির্দিষ্ট কোন বিষয়বস্তু নেই, যা নিয়েই লিখবো কেবল। লিখবো আমার কথা, আমার আশেপাশের মানুষের কথা, চেনা-আচেনা চারপাশের কথা। শেষ বয়সে যখন স্মৃতি ঝাপসা হতে বসবে, তখন এই টুকরো লেখাগুলোই আমাকে মনে করিয়ে দিবে পেরিয়ে আসা পথের কথা। মনে করিয়ে দিবে সেই জীবনের কথা যে জীবন যাপন করছি প্রতিনিয়ত।

No comments:

Post a Comment