Saturday, January 2, 2010

কবিতা


ঘাপটি

আজকাল অনেক কথা শোনা যায়...
লোকে বলে ও পালিয়ে গেছে
পালিয়ে গেছে! পালাবে কেন?এভাবে কি কেউ পালায়?
তবু হাওয়ায় কথা ভেসে যায়, অমূলক কথা শোনা যায়।
ওরা বলে ও হারিয়ে নিয়ে গেছে
হারিয়ে গেছে! পাগল নাকি! এভাবে কি কেউ হারায়?
তবু লোকে মুখে কথা ভেসে যায়, অকারণ কথা শোনা যায়।
কেঊ বলে ও মরে গেছে
মরে গেছে! আশ্চর্য! এভাবে কি কেউ মারা যায়?
তবু গুজবে কথা রটে যায়, অবাঞ্ছিত কথা শোনা যায়।

আজকাল অনেক কথা শোনা যায়...
আর আমার কষ্ট বেড়ে যায়, ও যে বন্ধু ছিল!
আর কত কাল বল শোনা যায়, আমার কষ্ট বেড়ে যায়...
তবুও কানে কথা এসে যায়, অনেক কথা শোনা যায়।

19.06.09 Pafos, Cyprus, 1:02am,

No comments:

Post a Comment